গভির রাতে গ্যাসমাস্ক, হ্যাজম্যাট স্যুটে প্যারেডে বিশ্বকে কোন অশিনী সংকেত কিমের
কলকাতা টাইমস :
গ্যাসমাস্ক এবং হ্যাজম্যাট স্যুট বা ভাইরাসপ্রতিরোধী পোশাক পরে কুচকাওয়াজ করেছে উত্তর কোরিয়ার সেনারা। জানা গেছে, দেশের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও সবাই এমন সাজে ছিলেন না। ধারণা করা হচ্ছে, একটি স্পেশাল ইউনিটই এমন পোশাকে কসরত প্রদর্শন করে।
গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও জনসমক্ষে এসেছিলেন। তিনি আগের চেয়ে অনেকটা শুকিয়ে গেছেন বলে ধারণা করা যাচ্ছে। তিনি মাস্ক ছাড়া জনগণের সঙ্গে মিশে বাচ্চাদের জড়িয়ে ধরেছেন। এ ছাড়া এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করা হয়নি। এভাবে ব্যালিস্টিক মিসাইল ছাড়াই গ্যাসমাস্ক-হ্যাজম্যাট স্যুটে কুচকাওয়াজে অংশ নেয় কিমের সেনারা।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অভিনন্দন বার্তা পাঠিয়েছেন কিমকে। মহামারির কারণে উত্তর কোরিয়া খাদ্য সংকট এবং গভীর অর্থনৈতিক সংকটে ভুগছে। চীন উত্তর কোরিয়ার কট্টর রাজনৈতিক এবং অর্থনৈতিক মিত্র। উল্লেখ্য, খাদ্য, সার এবং জ্বালানির জন্য তাদের ওপর নির্ভর করে উত্তর কোরিয়া।