দক্ষিণ কোরিয়াকে সরাসরি আক্রমণের হুমকি উত্তর কোরিয়ার
কলকাতা টাইমসঃ
তবে কি যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে দুই কোরিয়ার মধ্যে। কারণ এবার কোনো রকম রাখ ঢাক না করে সরাসরি দক্ষিণ কোরিয়াকে আক্রমনের হুমকি দিলেন উত্তর কোরিয়া’র সর্বময় কর্তা কিম জং উন–এর বোন কিম ইও জং। যাকে সেদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ হিসেবে মনে করা হয়ে থাকে।
বিক্ষুব্ধদের দ্বারা পিয়ংইয়ং বিরোধী লিফলেট উত্তর কোরিয়ার সীমান্তে ছড়িয়ে পড়ার পরই চূড়ান্ত আক্রমণাত্মক হয়ে ওঠে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নিতে শুরু করেছে কিম জং উনের দেশ।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সেনাপ্রধানকেও প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন কিম ইউ জং। গত সপ্তাহেই বিক্ষুব্ধদের থামাতে না পারার জন্য কিম সিওলকেই দায়ী করেন। দক্ষিণ কোরিয়ার কৃতকর্মের উদ্দেশেও স্পষ্টত হুমকি দিয়ে রাখেন উত্তর কোরিয়ার এই সেকেন্ড ইন কমান্ডার।