পরমাণু নিরস্ত্রীকরণে ১৫ বছর সময় লাগবে উত্তর কোরিয়ার !
নিউজ ডেস্কঃ
এক শীর্ষ মার্কিন উপদেষ্টা সিগফ্রিড এস হেকার বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে ১৫ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে! অন্তত চারবার তিনি পিয়ংইয়ংয়ের গোপন পরমাণু প্লান্টগুলো ঘুরে দেখেছেন। তিনিই একমাত্র মার্কিন অস্ত্রবিজ্ঞানী যিনি উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধ ল্যাব প্রত্যক্ষ করেছেন।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিউ মেক্সিকোয় লস আলামোস ওয়েপন্স ল্যাবরেটরির সাবেক পরিচালক এবং বর্তমানে ট্রাম্প সরকারের শীর্ষ উপদেষ্টা হেকার সম্প্রতি এক রিপোর্টে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের বিভিন্ন ধাপ ও টাইমটেবিল উল্লেখ করেছেন। সিগফ্রিড এস হেকার বলেন, যুক্তরাষ্ট্র বড়জোর আশা করতে পারে, কয়েক ধাপে বা পর্যায়ক্রমে শেষ হবে এই নিরস্ত্রীকরণ। তবে ঠিক কি কারণে এত সময় লাগতে পারে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি হেকার।