বিশ্বকাপের বাছাই পর্ব থেকে সরে দাঁড়ালো উত্তর কোরিয়া
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে চলতে থাকা অতিমারীর আবহে ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব থেকে নিজেদের সরিয়ে নিলো উত্তর কোরিয়া। প্রসঙ্গত, আগামী মাসেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপ বাছাই পর্বের বেশ কিছু ম্যাচ। জানা যাচ্ছে, উত্তর কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এএফসিকে এক চিঠির মাধ্যমে জানিয়ে দেয় বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে তারা খেলবে না।
কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মুখপাত্র লি জা-চুল এই খবর নিশ্চিত করেছেন। যদিও উত্তর কোরিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে ফুটবল নিয়ামক সংস্থা। বর্তমান পরিস্থিতিতে হোম-অ্যাওয়ের পরিবর্তে পাঁচটি দল নিয়ে গঠিত প্রতিটি গ্রুপের সমস্ত ম্যাচ একটি নির্দিষ্ট দেশে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মত দক্ষিণ কোরিয়ায় খেলা দেশগুলি হলো দুই কোরিয়া সহ তুর্কেমিনিস্থান, লেবানন ও শ্রীলঙ্কা রয়েছে।