‘কপালে সবার নাকি সুখ সয় না ‘
কলকাতা টাইমসঃ
রানাঘাটের প্লাটফরে ভিক্ষাবৃত্তি করা সেই রানু মণ্ডল। সোশ্যাল মিডিয়ার দৌলতে গত কয়েক মাস যাবৎ তার চলন-বলন সেলিব্রেটিকেও হার মানিয়েছিল। এমনকি প্রবেশ করেছিলেন মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়াতেও। কিন্তু ওই যে, মান্না দে তো কবেই বলে গিয়েছিলেন ‘কপালে সবার নাকি সুখ সয় না’। এই সার সতকে সত্যি করে নিজের পুরোনো জীবনের দোর গোড়ায় রানু।
কিছুদিন আগেও করোনায় ত্রাণ বিলির উদ্যোগ নিতে দেখা যায় রানু মণ্ডলকে। সেই তিনিই বর্তমানে ত্রাণের আশায় দিন গুনছেন। মাঝেমধ্যে চিঁড়ে মুড়ি খেয়েই দিন কাটাতে হচ্ছে তাকে। রাতারাতি সেলিব্রিটি হওয়ার পর এক ধাক্কায় নেমে এসেছেন মাটিতে। আবারও রানাঘাটের প্ল্যাটফর্মে লাগোয়া ছোট্ট ঘরেই অর্ধাহারে দিন গুজরান করছেন রানু।
২০১৯ এর আগাস্ট মাসে রানাঘাট স্টেশনে ভিখারিনী রানু মন্ডলের একটি গান ভাইরাল হয়। এরপর রাতারাতি বিখ্যাত হয়ে ওঠা রানুর মুম্বাই পাড়ি দেওয়া যেন এক রূপকথা। হিমেশের সুরে রানুর গলায় ‘তেরি মেরি কাহানি’ গানের একটি লাইন শুনেই মুগ্ধ হয়েছিলেন তাবড় নেটিজেনরা।