বাড়িতে নয়, একটি ‘বিশেষ’ জায়গায় ঘুম ভাল হয়
আমার একটা নয়, দু’টো বিষয় কনফেস করার আছে। প্রথমটা একটু মজার তাই সেটা দিয়েই শুরু করি। প্রচুর মানুষ বাড়িতে ঘুমনোর চেয়ে কর্মস্থলে ঘুমোতে বেশি পছন্দ করি। তার পিছনে একটা কারণ আছে। আসলে মানুষগুলি একা থাকেন, তাই ঘুমনোর সময়ে অলওয়েজ একটা ভয় থাকে যে সকালে কল টাইম মিস হবে না তো।
আর অ্যালার্ম দিলেই যে ঘুম ভাঙবে সেটা সব সময় নাও হতে পারে। তাই একটা টেনশন থাকে, ঠিক সময়ে উঠতে পারব কি না। ঘুমটাও ডিস্টার্বড হয়। কিন্তু কর্মস্থলে যতই ঘুম হোক না কেন ঠিক কাজের আগে কেউ ঠিক এসে ডেকে দেবে। কিন্তু যতটুকু সময়ই পান না কেন, একটু রিল্যাক্স করে ঘুমোতে পারেন।