November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বিশ্বকাপের মঞ্চে মহিলা রেফারিদের সঙ্গে ‘হ্যান্ডসেক’এ না !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ফিফা ক্লাব বিশ্বকাপে অভিনব ঘটনা। মহিলা রেফারিদের সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন সর্বোচ্চ কর্তা। ট্রাইগ্রেস ইউএএনএলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গত বৃহস্পতিবার মেক্সিকান দল ট্রাইগ্রেসকে ০-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় জার্মানির দল বায়ার্ন মিউনিখ। কি ঘটলো সেখানে ?

ম্যাচ শেষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সহ সকলের সঙ্গেই করমর্দন করেন কাতারের সর্বোচ্চ কর্তার ভাই শেখ জোয়ান। তবে ফিফার মহিলা রেফারিদের সযত্নে এড়িয়ে যান তিনি। যিনি কাতার অলিম্পিক কমিটির প্রধানের গুরুত্বপূর্ণ অংশ। জানা যাচ্ছে, পরিবারের সদস্যদের বাইরে মহিলাদের স্পর্শ করায় নিষেধাজ্ঞা রয়েছে ইসলাম ধর্মে।

প্রসঙ্গত, এবারই প্রথম সর্বোচ্চ পর্যায়ে মহিলারা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন, ব্রাজিলের ইদিনা আলভেস বাতিস্তা। এমনকি লাইন্সম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন একই দেশের ইদিনার স্বদেশী নিউজা ব্যাক এবং আর্জেন্টিনার মারিয়ানা ডি আলমেইডা।

Related Posts

Leave a Reply