November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

‘শেষ’ আশঙ্কাই সত্যি? খনি নয় রিসাইক্লিংয়ে তৈরী হবে সোনা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সোনা বোধ হয় সবচেয়ে চর্চিত ধাতু। হলুদ এই ধাতুর উৎপাদন এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। তার মানে কি যে কোনো সময়েই এর কমতি শুরু হয়ে যেতে পারে?  তাহলে কি এমন দিনও আসছে যখন পৃথিবী থেকে নিঃশেষ হবে সোনা? আসুন জানি সত্যিটা কি ?

বিশ্ব এখন বছরে প্রায় ৩ হাজার টন স্বর্ণ উৎপাদন করছে। যেহেতু নতুন বড় খনির সন্ধান আর মিলছে না, তাই বলা হচ্ছে, এটাই সর্বোচ্চ উৎপাদন। স্বর্ণের উৎপাদন কমে যাচ্ছে এমন আশংকা আগেও কর হয়েছিল । কিন্তু বিশ্লেষকরা বলছেন, এবার হয়তো সত্যিই ‘রাখাল বালকের বাঘ এসেছে’। এবারের আশঙ্কার কারণ আছে। সাধারণত ৫০ লাখ আউন্স স্বর্ণ মজুদ থাকলে সেসব খনিকে বিশ্বমানের ও লাভজনক খনি বলা হয়। কিন্তু এখন যেসব খনি মিলছে তাতে আড়াই লাখ আউন্স স্বর্ণের বেশি মজুদ দেখা যাচ্ছে না।

ক্যানাডাভিত্তিক খনি উৎপাদন বিশ্লেষক কোম্পানি মাইসন প্লেসমেন্ট সূত্রে  জানা গেছে, উৎপাদন কোম্পানিগুলো ভাবছে যে খনিতে বিনিয়োগের চাইতে স্টক মার্কেট থেকে স্বর্ণ কেনা লাভজনক। তাই অনেকেই তাই করছে।

এখন অস্ট্রেলিয়া, ক্যানাডা ও যুক্তরাষ্ট্র বিশ্বের স্বর্ণ উৎপাদনে ৪০ ভাগ খরচের যোগান দেয়। বিশ্লেষকরা বলেন, এরই মধ্যে সহজে পাওয়া যায় এমন ফল খাওয়া শেষ। এখন খনি কোম্পানিগুলোকে ইকুয়েডর বা দক্ষিণ অ্যামেরিকা ও আফ্রিকার দেশগুলোর দিকে নজর দিতে হবে।

এখন বিশ্বের বাজারে ১ লাখ ৯০ হাজার টন সোনা আছে। আর বছরে উৎপাদিত হয় ৩ হাজার টন। তাই উৎপাদন কমে গেলে খুব বেশি প্রভাব পড়বে না। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে সোনা আসলে রিসাইক্লিং থেকে আসবে, খনি থেকে নয়।

Related Posts

Leave a Reply