শুধু দায়িত্বেই নয় এই মুখ্যমন্ত্রীদের শিক্ষাতেও রয়েছে চমক
কলকাতা টাইমস :
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটি গঠিত হয়েছে ২৯টি রাজ্য নিয়ে। প্রায় প্রতিটি রাজ্যেই রয়েছে একজন করে মুখ্যমন্ত্রী। যা ওই রাজ্য সরকারের প্রধানের দায়িত্ব পালন করেন। একনজরে দেখে নিন ভারতের বর্তমান কয়েকজন মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা:
যোগী আদিত্যনাথ (বিজেপি), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শিক্ষাগত যোগ্যতা : বিএসসি ও এমএসসি।
শিবরাজ সিংহ চৌহান (বিজেপি), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। শিক্ষাগত যোগ্যতা : এমএ, দর্শন, গোল্ড মেডেলিস্ট।রমন সিং(বিজেপি), ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। শিক্ষাগত যোগ্যতা : বিএএমএস, আয়ুর্বেদিক মেডিসিন।
দেবেন্দ্র ফদনাভিস (বিজেপি), মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এমএ, এলএলবি।
মনোহর পরিক্কর (বিজেপি), গোয়ার মুখ্যমন্ত্রী। ভারতের প্রথম আইটি গোল্ড মেডেলিস্ট।
নীতীশ কুমার (জনতা দল), বিহারের মুখ্যমন্ত্রী। শিক্ষাগত যোগ্যতা : বিএসসি, ইঞ্জনিয়ার।
মানিক সরকার (বাম), প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বি-কম পাশ।
মেহবুবা মুফতি (পিডিপি), জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। বিএ, এলএলবি পাশ।
মমতা বন্দ্যোপাধ্যায় (বাংলা), পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এমএ, এলএলবি পাশ।
অরবিন্দ কেজরিবাল (আম-আদমি পার্টি), দিল্লির মুখ্যমন্ত্রী। মেকানিক্যাল ইঞ্জিনিয়র, আইআইটি খড়্গপুর।
ক্যাপ্টেন অমরিন্দর সিং (কংগ্রে), পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। গ্র্যাজুয়েট, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি।