৭ মাসের কাজে নেই বেতন, কারখানার ভেতরেই জীবন নাসের চেষ্টা ৭ কর্মীর
কলকাতা টাইমস :
ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে মধ্যপ্রদেশের ইনদওরে। কারখানার ভেতরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাতজন কর্মী। অভিযোগ, টানা সাত মাস ধরে কাজের পরেও বেতন মেলেনি। পাওনা টাকা চাইতে গেলেই বদলি করে দেন মালিক। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। গতকাল বৃহস্পতিবার ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেন কারখানার সাতজন কর্মী।
ইনদওরের একটি বেসরকারি সংস্থার সাতজন কর্মী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অসুস্থ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বর্তমানে তারা বিপদমুক্ত।
সূত্রের খবর, ওই কারখানায় কয়েক হাজার কর্মী কাজ করেন। উৎপাদনের কাজ চালু থাকলেও, বিগত সাত মাস ধরেই কোনও কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন দেওয়ার দাবি নিয়ে কর্মীরা বেশ কয়েকবার মালিক কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। কর্মীদের বার বার হেনস্থার মুখেও পড়তে হয়েছে। বৃহস্পতিবার যে সাতজন কর্মী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তাঁরাও সম্প্রতি পাওনা বেতন চাইতে যাওয়ায় হেনস্থা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় তাঁদের অন্য দফতরে বদলিও করে দেওয়া হয়। এরপরেই চরম হতাশায় তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।