February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

এবার ওয়েব সিরিজে আসছে বাহুবলি-৩ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভেবেছিলেন বাহুবলির সব গল্প জেনে ফেলেছেন। মোটেই নয়। এখনও অনেক কিছু আছে মহেশমতির রাজদরবারে যা আপনি এখনো জানেন না। সেই গল্প নিয়েই তৈরি হচ্ছে বাহুবলি-থ্রি। দেখানো হবে নেটফ্লিক্সে। ৯টি এপিসোডের এই বাহুবলি সিরিজে মূলত থাকবে শিবগামীর গল্প। আনন্দ নীলকন্টনের গল্প দ্য রাইজ অব শিবগামী থেকে তৈরি হচ্ছে চিত্রনাট্য।

সেক্রেড গেমসের পর এই বাহুবলি সিরিজই হতে চলেছে নেটফ্লিক্সের আরও একটি হিট প্রজেক্ট, মত কর্তৃপক্ষের। বাহুবলি-দ্য বিগিনিং এবং বাহুবলি কনক্লুশন নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল সারা দেশে। দক্ষিণের এই ছবি মুক্তি পেয়েছিল হিন্দিতেও। ব্যবসাও করেছিল অভূতপূর্ব। সেই রেশ ধরা পড়বে এই ওয়েব সিরিজেও, আশা নির্মাতাদের।

 

Related Posts

Leave a Reply