এবার কিনেই ফেলুন এক টুকরো জমি, কাশ্মীরে
কলকাতা টাইমসঃ
এবার কিনেই ফেলুন এক টুকরো জমি, কাশ্মীরে। সমস্ত ভারতবাসীর কাছেই এখন থেকে খুলে দেওয়া হলো এই বন্ধ দরজা। এতদিন কাশ্মীরের স্থায়ী বাসিন্দারা ছাড়া সেখানকার জমি কেনা বেচায় নিষেধাজ্ঞা ছিলো। জম্মু এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই অপেক্ষায় ছিলেন ভারতবাসী। ভারতীয় হিসেবে যে কোনো জায়গায় বসবাসের সুযোগ কবে পাওয়া যাবে? বিশেষ করে ভূস্বর্গ কাশ্মীরে।
ইউনিয়ন টেরিটরি অব জম্মু অ্যান্ড কাশ্মীর রি-অর্গানাইজেশনের ‘অ্যাডপশন অফ সেন্ট্রাল ল (২০২০)’ অনুযায়ী সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সেখানে জমি কিনতে পারবেন যে কোনও ভারতীয় নাগরিক। ভূস্বর্গে জীবন যাপনে এখন থেকে আর কোনো বাধাই রইলো না।