November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

তিনেই নাস্তানুবাদ,  ‘গতি’ র পর কি খেল দেখাবে বাকি ১১? 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

চীনের উহানে ২০১৯ এর শেষে শুরু হলেও ২০২০ তে তার তান্ডবে লন্ডভন্ড গোটা বিশ্ব। আবার এই বছরেই প্রথম সাইক্লোন আম্ফানে তছনছ হয়ে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল। তারপর ১৫ দিন যেতে না যেতেই আরব সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় নিসর্গ। এদিনই নিসর্গ আছড়ে পড়বে মুম্বইয়ের বুকে। তবে নিসর্গ বয়ে যেতে না যেতেই প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে পরবর্তী ঘূর্ণিঝড়ের। তার নাম গতি।

গতি নাম এই ‘মহাপ্রলয়’ কবে ধেয়ে আসবে, কোথায় হবে তার অভিমুখ তার চর্চা চলছে দেশজুড়ে। মুম্বইয়ে আছড়ে পড়ার পর এই ঝড় মহারাষ্ট্রের উপর দিয়ে নাগপুরকে পাশে রেখে বয়ে যাবে এলাহাবাদের দিকে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এর রেশ থাকবে। আম্ফান যেমন প্রায় চার থেকে পাঁচঘণ্টা তাণ্ডব চালিয়েছিল, নিসর্গও ভূখণ্ডে দীর্ঘস্থায়ী হবে।

নিসর্গের পর ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে হিসেবে ধেয়ে আসবে ‘গতি’। ‘গতি’র রুদ্রমূর্তি কতটা হবে, তা ভবিষ্যৎই বলবে। এই ঝড়ের নামকরণ করেছে ভারত। নিসর্গ ছিল বাংলাদেশের দেওয়া নাম। নতুন তালিকার ১৩টি দেশ এবার ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে, তার মধ্যে প্রত্যেকে প্রথম যে একটি করে ঝড়ের নামকরণ করেছে তা হল পর্যায়ক্রমে- নিসর্গ, গতি, নিভার, বুরেভি, তকলি, যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস এবং মোচা। এর মধ্যে নিসর্গ বয়ে যেতে চলেছে এদিনি। পরবর্তী ঝড় গতি। বাকি থাকছে ১১টি।

ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে সেইমতো উত্তর ভারত মহাসাগরের মধ্যে ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে ভারত আবহাওয়া অধিদফতর বা আইএমডি। যে সমস্ত ঘূর্ণিঝড় কমপক্ষে তিন মিনিট বাতাসে স্থায়ী হয় এবং গতিবেগ সর্বনিম্ন ঘন্টা প্রতি ৬৩ কিলোমিটার হয় সেই ঝড়েরই নামকরণ করা হয়। ১৩টি দেশ ১৩টি করে নাম দিয়ে ১৬৯টি ঝড়ের তালিকা প্রস্তুত করেছে। নতুন পাঁচ দেশের অন্তর্ভুক্তি নয়া তালিকায় আগে আটটি দেশ নামকরণ করল ভারত মহাসাগরীয় গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের। এবার তালিকায় পাঁচটি নতুন দেশের নাম সংযুক্ত হয়েছে।

Related Posts

Leave a Reply