January 18, 2025     Select Language
Audio News Editor Choice Bengali রোজনামচা

এখন প্রতিনিয়ত আতংকে থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

খন থেকে আতঙ্ক তাড়া করে বেড়াবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তেমনটাই মনে করেন ইরানের লেফটেন‍্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি। তার সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যকে ঘিরে আজ বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি বলতে চেয়েছেন জয়নাব… ট্রাম্পকে উদ্যেশ্য করে তিনি বলেন, আপনি পরাজয়ের মাধ্যমে বিদায় নিয়েছেন, এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের সঙ্গে বসবাস করতে হবে।

বুধবার ট্রাম্প বিদায় নেওয়ার পরই নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের মনের কথা ব্যক্ত করেন জয়নাব সোলাইমানি।
তিনি বলেন, শহীদ জেনারেল সোলাইমানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন। টুইটারে জয়নাব লেখেন, “মিস্টার ট্রাম্প, আপনি আমার বাবাকে হত্যা করেছিলেন নিজেকে বীর প্রমান করার জন্য।বর্তমানে আপনি পরাজিত, হতাশা গ্রস্ত। এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের সঙ্গে বাস করতে হবে।

Related Posts

Leave a Reply