এখনই তার সঙ্গে মেসি-রোনাল্ডোর তুলনা করাটা একদমই নাপসন্দ সালাহর
নিউজ ডেস্কঃ
দুর্দান্ত এক সময় পার করছেন তুরষ্কের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলতি মরসুমে ৫০ ম্যাচে ৪৩ গোল করে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছেন লিভারপুলের এই তারকা। এরই মধ্যে অনেকেই তাকে তুলনা করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে। তবে এই দুই ফুটবল আইকনের সঙ্গে এখনই তার তুলনা করাটা মোটেও পছন্দ করছেন না সালাহ।
সম্প্রতি তুরস্কের টিভি চ্যানেল অন ই -কে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন,‘আমি বলবো না তাদের সঙ্গে আমাকে তুলনা করায় আমি খুশি নোই। কারণ তারা গত ১০-১১ বছর ধরে শীর্ষে থেকে আসছে। তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা অসাধারণ। আমার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শুধু আগামী মরসুম নয়, ইটা চালিয়ে যেতে হবে বেশ কয়েক বছর ধরে। আশা করছি আমি পারবো। তারা দুজনই গ্রেট প্লেয়ার।’ উল্লেখ্য, মাত্র ৩৬.৯ মিলিয়ন ইউরোতে রোমা থেকে সালাহকে উড়িয়ে আনে লিভারপুল।