January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

এবার জুভেন্টাসের নজরে পোগবা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নেওয়ার পর এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে পল পোগবাকে দলে নিতে মরিয়া জুভেন্টাস৷ ফুটবল মহলে গুঞ্জন পোগবাকে ২০০ মিলিয়ন পাউন্ডে দলে নিতে তৈরি ইতালির এই ক্লাব৷ এমনকি, পোগবাকে পেতে প্রয়োজনে আর্জেন্টাইন তারকা হিগুয়েনকে ছেড়ে দিতেও তৈরি জুভেন্টাস৷ এরকমটা হলে, সম্প্রতি ৯৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রোনাল্ডোকে নেওয়ার পর আরও একটি হাইভোল্টেজ অদল বদলের পথে হাঁটতে চলেছে সিরি এ লিগের এই ক্লাবটি৷

শেষ মরসুমে ম্যাঞ্চেস্টারের জার্সিতে সেভাবে নজর কাড়তে পারেনি ফরাসি মিডফিল্ডার পোগবা৷ কোচের সঙ্গেও তার সম্পর্কটা অম্ল-মধুর৷ অন্যদিকে অতীতে জুভেন্টাসে খেলেছেন পোগবা৷ ২০১৬ সালে ৯৯ মিলিয়ন ডলারের বিনিময়ে তাকে জুভেন্টাস থেকে কিনে নিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷

দেশের হয়ে রাশিয়া বিশ্বকাপে বল পায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন পোগবা৷ ফ্রান্সের বিশ্বকাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই ফুটবলার৷ ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের হয়ে গোলও পেয়েছিলেন তিনি৷ বিশ্বকাপ ফাইনালে অঘোষিত নেতার ভূমিকাতেও পাওয়া গিয়েছিল তাকে৷ রাশিয়ায় বিশ্বকাপ যজ্ঞ শেষ হওয়ার পর ভাইরাল হওয়া এক ভিডিওতে, ফাইনাল ম্যাচে নামার আগে ড্রেসিংরুমে সতীর্থ ফুটবলারদের তাতাতে দেখা গিয়েছিল পোগবাকে৷ ক্লাব ফুটবলে এবার ফ্রান্সের এই ট্রাম কার্ডকে দলে নিতে চায় জুভেন্টাস৷

 

Related Posts

Leave a Reply