February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার পুলিশের প্রোটেকশনেই পালতে পারবে প্রেমিক যুগল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দেশজুড়ে সম্মান রক্ষার্থে হত্যা দুঃখজনক সত্য। এই একবিংশ শতাব্দীতেও পরিবারের অমতে বিয়ে করলে প্রাণ দিতে হচ্ছে অনেক যুবক-যুবতীকে। বেশিরভাগ ক্ষেত্রে গোত্র, ধর্ম কিং আর্থিক মানমর্যাদার মিল না হওয়ায় অনেক পরিবারই সন্তানের সম্পর্ক মেনে নিতে পারে না। সেক্ষেত্রে ‘পরিবারের সম্মান রক্ষার্থে’ নিজের সন্তানকেই হত্যা করেন তারা। যে কারণে জেলেও যেতে হয় তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ যুগলদের সহায়তা না করে পরিবারের সঙ্গেই থাকে। 

তবে এক্ষেত্রে রাজস্থান পুলিশ এবার ব্যতিক্রমী অবস্থান নিতে চলেছে। তারা পালিয়ে বিয়ে করা যুগলদের নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজস্থান হাই কোর্টের আদেশের ওপর ভিত্তি করে সেখানকার পুলিশের অতিরিক্ত ডিজি জঙ্গা শ্রীনিবাস রাও জানান, তারা এই ধরণের যুগলের জন্য একটি হেল্পলাইনও চালু করবেন। এরইমধ্যে সব জেলা পুলিশ প্রধানকে হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। 

Related Posts

Leave a Reply