January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

এবার ‘মুসলিম’ সুহানার বিকিনি নিয়ে জোর তরজা শুরু 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বলিউডে পা রাখার আগেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন শাহরুখ কন্যা সুহানা। এবার বিকিনি বিতর্ক। নিজের বিকিনি পরিহিত ছবি পোস্ট করে স্বয়ং কিং-খান কন্যা সুহানা মুন্ডু ঘোরাচ্ছেন আঠেরো থেকে আশির| সেইসঙ্গে নেটিজেনদের কোপেও পড়ছেন| 

আপাতত তিনি trolled, মুসলিম মেয়ে হয়ে গা-ঢাকা পোশাক না পরে বিকিনিতে কেন আ-ঢাকা হবেন কেন?

সম্প্রতি, আবারও তাঁর বিকিনি-লুকে ঝড় উঠল সোশ্যাল দুনিয়ায়৷ ঘন চকোলেট-রঙা বিকিনিতে দেখা গেছে তাঁকে৷ সম্প্রতি ইতালিতে ছুটি কাটাচ্ছেন খান পরিবার৷ ছেলে আরিয়ানের সঙ্গে বার্সেলোনার রাস্তায় পোজ দিয়েছিলেন শাহরুখ৷ এবার সুহানার পালা৷ বিকিনি ফটোশুটের কিছুদিন আগে বাবাকে চুমু দেওয়ার একটি দুর্দান্ত ছবি দেখা গিয়েছিল সোশ্যালের দেওয়ালে৷ ভাইরাল হয়েছিল সেই ছবিটিও৷ এবার ছোট ভাই আব্রাম আর মামা বিক্রান্ত ছিব্বার ছেলে অর্থাৎ মামাত ভাই অর্জুনের সঙ্গে বিকিনি লুকে ধরা দিলেন তিনি৷

কিন্তু এই ছবি পোস্ট হতে না হতেই হাজার হাজার বাক্যবাণ ধেয়ে এল সুহানার দিকে৷ মুসলিম সম্প্রদায়ের মেয়ে হয়েও কেমন এই ধরণের খোলামেলা পোশাক তিনি পরেছেনতা নিয়ে জোর তরজা শুরু হয় নেট দুনিয়ায়৷ অনেকে সুহানার লুকের প্রশংসা করলেও তুলধনা করতেও ছাড়েননি নেটিজেনরা৷ তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে করেননি সুহানা বা খান পরিবারের বাকিরা|

এর আগেও টু-পিস পরার জন্য সমালোচনা শুনতে হয়েছিল সুহানাকে৷ তখন মেয়ের সমর্থনে মুখ খুলেছিলেন কিং খান৷ তারপরেও বারবার খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে সুহানা কি বোঝাতে চাইছেন? এসবে মোটেই পাত্তা দেন না তিনি!

Related Posts

Leave a Reply