দেশে প্রথম গরু সৎকারের জন্য শ্মশান তৈরির উদ্যোগ ভোপালে
কলকাতা টাইমসঃ
এবার গরুর সৎকারের জন্য শ্মশান তৈরির উদ্যোগ নিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। সেখানকার ভোপাল পৌরসভার মেয়র অলোক শর্মা এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, কোনো গরুর অস্বাভাবিক মৃত্যু হলে এই শ্মশানে দাহ করা হবে। এটিই হবে ভারতে গরু সৎকারের জন্য প্রথম শ্মশান। মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গরুর কল্যাণে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী থাকাকালে বিজেপির শিবরাজ সিং চৌহান ভোপালে গরুর জন্য শ্মশান বানানোর উদ্যোগ নিলেও তিনি তা কার্যকর করেননি।
তবে সম্প্রতি ভোপাল শহরকে বেওয়ারিশ পশুমুক্ত করার নির্দেশ দিয়েছেন দেশের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী লক্ষ্মণ সিং। এর আগে গরু–ছাগলের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। তিনি ক্ষমতায় এসে রাজ্যে গো-হত্যা গরুর ব্যবসা বন্ধ করেছেন। এ ছাড়া গরু-ছাগলদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য প্রাথমিক ভাবে ১০০ কোটি টাকা বরাদ্দও করেছেন তিনি।