এবার ফতোয়া দিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা!
কলকাতা টাইমসঃ
এবার ফতোয়া দিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা! এমনই এক কৃত্তিম ‘ভার্চুয়াল ইফতা’ পরিষেবা চালু করলো সংযুক্ত আরব আমিরশাহী। মঙ্গলবার দুবাইয়ে এই ‘ভার্চুয়াল ইফতা’ প্রযুক্তির উদ্বোধন করে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস দফতর। ফতোয়া দেওয়ার অধিকার রাখেন, এমন ব্যক্তির নির্দেশকে ‘ইফতা’ বলা হয়।
এই মুহূর্তে এটি নামাজ সম্পর্কিত প্রায় ২০৫ টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এই ‘ভার্চুয়াল ইফতা’ পরিষেবাটি “দুবাই ১০ এক্স” কর্মসূচির সরকারি সেবা প্রদান প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্যতম শহর দুবাই থেকে চালু করা হয়েছে। এই শহরকে অন্তত ১০ বছর এগিয়ে থাকা শহর হিসেবে তুলে ধরতে চাইছে আরব আমিরশাহী।