November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভয়াবহ নির্যাতন ভোলাতে চালু হচ্ছে ‘সুখ মন্ত্রণালয়’!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মিশরের একজন মন্ত্রী দাবি করেছেন, দেশে ‘মিনিস্ট্রি অব হ্যাপিনেজ’ বা সুখ বিষয়ক মন্ত্রণালয় চালু করা হচ্ছে। মিশরে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি এবং দমন-পীড়নসহ হাজারো বিরোধী নেতারা কারাবন্দী হওয়ার ঠিক একই সময়ে এমন একটি মন্ত্রণালয়ের কথা জানালেন ওই মন্ত্রী।

স্থানীয় টেলিভিশন সাদা এলবালাদকে মিশরের মন্ত্রিসভার সদস্য তারেক রিফাই বলেন, ‘মিশর দারুণভাবে সংযুক্ত আর আমিরাতের সঙ্গে সহযোগী হয়ে কাজ করছে। যাতে করে আমিরাতেরে মতো আমরাও সুখ বিষয়ক মন্ত্রণালয় চালু করতে পারি।’

তিনি আরও বলেন, আমিরাতের সঙ্গে সহযোগিতার এমন সম্পর্ক মিশর ভবিষ্যতে সুখ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার গোরাপত্তনের পূর্বাভাস । তিনি জোর দিয়ে বলেন, সরকার বিভিন্ন নাগরিক সুবিধা বৃদ্ধি করা এবং সেগুলোকে মানসম্পন্ন করে জনগণের বিশ্বাস বাড়ানোর ব্যাপারে আগ্রহী।’

তবে মিশর সরকার রিফাই নামে ওই মন্ত্রীর দাবি অস্বীকার করেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যে পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি তার অন্যরকম ব্যাখ্যা দাঁড় করিয়ে ওই মন্তব্য করেছেন। সরকার দফতর মিশর ট্যুডে পত্রিকায় জানানো হয়েছে, গতকাল সরকার এ বিষয় সম্পর্কে বলেছে, জনগণের মধ্যে সুখ আর সন্তুষ্টির মাত্রা বাড়ানোর কথাটা তিনি অন্যভাবে ব্যাখ্যা করেছেন।

প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসির শাসনের বর্তমান সময়ে মিশরে বিরোধীদের নানাভাবে নির্যাতনের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে হিউমান রাইটস ওয়াচের তথ্য বলছে, চলমান এই দমন অভিযানে মিসরে ৬০ হাজার বিরোধী এখন কারাগারে।

Related Posts

Leave a Reply