এবার অ্যামাজনকে টাইট দিতে আসরে নামলেন ট্রাম্প
নিউজ ডেস্কঃ
বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স সাইট অ্যামাজন। এবার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটির ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যামাজনের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ, এমনটাই অভিযোগ ট্রাম্পের। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক টুইটবার্তা দিয়েছেন ট্রাম্প।
টুইটে ট্রাম্প বলেন, অ্যামাজন যুক্তরাষ্ট্রের ডাক ব্যবস্থাকে সস্তায় ব্যবহার করছে। প্রত্যেক প্যাকেজের জন্য ডাকবিভাগ অনেকটাই কম খরচ রাখছে, যা এক ডলার ৫০ সেন্ট। এতে শত শত কোটি ডলার লাভবান হচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, যদি ডাক বিভাগ পার্সেল খরচ বাড়িয়ে দেয়, তবে অ্যামাজনের শিপিং খরচ বাড়বে ২৬০ কোটি ডলার। ডাক বিভাগের এই বিপুল লোকসান অবশ্যই বন্ধ করা উচিত। আমাজনের প্রকৃত খরচ অবশ্যই পরিশোধ করতে হবে।
এদিকে, বিনিয়োগকারীরা ট্রাম্পের এই টুইটের কারণে উদ্বিগ্ন। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে প্রায় তিন দশমিক তিন শতাংশ। এতে কোম্পানিটির বাজারমূল্য কমে গেছে প্রায় দুই হাজার ৪০০ কোটি ডলার।