November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার জোর করে ইরাকে প্রবেশ করলো তুরস্কের সেনাবাহিনী 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে তুরস্কের সেনাবাহিনী। এর ফলে ওই এলাকা থেকে পালিয়ে গিয়েছে বহু ইরাকি নাগরিক। ইরানের বার্তা সংস্থা ‘পার্সটুডে’ মারফত এই খবর পাওয়া যাচ্ছে।

তুর্কি সেনারা কুর্দিস্তানের ‘সিদকান’ এলাকার অদূরের মালভূমি দখলে নিয়েছে এবং ওই এলাকার একটি স্থানে বোমাবর্ষণ শুরু করেছে। মনে করা হচ্ছে, তুরস্কের পিকেকে গেরিলারা সেখানে ঘাঁটি গেড়ে রয়েছে। ‘সিদকান’ অঞ্চলের একজন কুর্দি কর্তা জানাচ্ছেন, তুর্কি সেনারা প্রবেশের পর অন্তত একশ’ ইরাকি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

এদিকে, ইরাকের আরবিলের প্রশাসন দেশটির ভূখণ্ড ত্যাগ করতে পিকেকে গেরিলাদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা ইরাকের ভূখণ্ড ব্যবহার করে তুরস্ককে হামলা না চালানোর অনুরোধও করেছে। এর আগে তুরস্ক, ইরাকের ‘দাহুক’ এলাকায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে। তবে ইরাক সরকার প্রথম থেকেই তুরস্কের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।

 

Related Posts

Leave a Reply