এবার নিজে থেকেই মুছে যাবে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ
কলকাতা টাইমসঃ
ম্যাসেজ ডিলিট করার জন্য নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে নির্দিষ্ট সময় অন্তর নিজে থেকেই মুছে যাবে পুরানো ম্যাসেজ। চ্যাট চলাকালীন নিজেই সেট করে নিতে পারবেন কতক্ষণ থাকবে আপনার পুরানো ম্যাসেজ। ফলে যার সঙ্গে চ্যাট করছেন, নির্দিষ্ট সময়ের পর আর তিনি পুরানো ম্যাসেজ খুঁজে পাবেন না।
বর্তমানে ম্যাসেজ ডিলিট করার জন্য সাত মিনিট সময় পান প্রেরক। তার মধ্যে ডিলিট করে দেওয়া হলে ম্যাসেজ প্রাপকও আর তা দেখতে পান না। তবে নতুন ফিচারে স্বয়ংক্রিয়ভাবেই ডিলিট করা যাবে পাঠানো ম্যাসেজ। ফলে আপনার ম্যাসেজ প্রাপকের কাছে আর পুরানো কনভারশেসানের কোন হদিশ থাকবে না।
জানা যাচ্ছে, প্রেরক নিজেই ঠিক করতে পারবেন যে কতক্ষণ অন্তর ডিলিট হবে পুরানো ম্যাসেজ। ৫ সেকেন্ড থেকে ১ ঘণ্টা পর্যন্ত মেসেজের আয়ু স্থির করা যাবে। আর সেই সময়ের মধ্যেই ডিলিট হতে থাকবে পুরানো কনভারশেসন।