এবার স্মার্টফোনের সাহায্যেই মেপে নিতে পারবেন আপনার ব্লাড প্রেসার
কলকাতা টাইমসঃ
এবার স্মার্টফোনের সাহায্যেই মেপে নিতে পারবেন আপনার ব্লাড প্রেসার। ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং নামক এক বিশেষ প্রযুক্তি এই কাজে সাহায্য করবে। নির্দিষ্ট সময়ে আপনার মুখের ভিডিও বিশ্লেষণ করেই বলে দেওয়া যাবে সেই সময় বিপি কত রয়েছে। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ্য জানিয়েছেন। এই সম্বলিত একটি অ্যাপও তৈরি করছেন তারা।
ত্বকের বাইরে স্তরে অ্যামবিয়েন্ট লাইটের সাহায্যে স্মার্টফোনের অপটিক্যাল সেন্সর রক্তপ্রবাহের ধরণ বুঝতে পারে। এতে ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং মডেলে রক্তচাপ অনুমান করা যায় বলে জানান মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক রামকৃষ্ণ মুক্কামালা।