এবার নিজেই ধরে ফেলুন মিথ্যে ‘চ্যাটিং’
কলকাতা টাইমসঃ
সোশ্যাল মিডিয়ায় অহরহ চ্যাট করেন? বন্ধু বান্ধবের সংখ্যাও কম নয়? কিন্তু সেই বন্ধুরা মেসেজিং বা চ্যাটিং করার সময় সত্যি কথা বলছে তো? যদি না বলে, সেক্ষেত্রে মিথ্যে ধরার উপায় বাতলালেন এক দল গবেষক।
বার্মিংহাম ইয়াং ইউনিভার্সিটি এক দল গবেষক বিষয়টি নিয়ে গবেষণা করেন। চ্যাটিংয়ের সময় মিথ্যা বলছে কিনা তা বোঝার কয়েকটি উপায় বের করেন তারা। ১০০ জন শিক্ষার্থীকে তারা গবেষণার কাজে লাগান। গবেষকদের মতে, চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় ব্যবহারকারীরা স্বাভাবিকের চেয়ে ধীরে মেসেজ সেন্ড করেন। চ্যাটিংয়ে মিথ্যা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি একটি মেসেজ বারবার এডিট করতে থাকেন এবং জবাব হয় সংক্ষিপ্ত।