কোথাও এনআরসি হবে না -নরেন্দ্র মোদী
কলকাতা টাইমসঃ
বিজেপি কোথাও এনআরসি করছে না, এমনকি করার কোনো ইচ্ছেও নেই বিজেপি সরকারের। আজ রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে পরিষ্কার জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানান, কংগ্রেসের আনা বিলের পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু মাত্র আসামে এনআরসি করা হয়েছে। এর পিছনে বিজেপি সরকারের কোনো ভূমিকা নেই।
আজ একই সঙ্গে মোদী জানান, বিজেপি লোকসভা বা রাজ্যসভায় কোনো রকম আইন কানুন পাশ করায়নি। এমনকি তেমন করার কোনো ভাবনাও নেই ভারত সরকারের। উলেখ্য, নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দেশজুড়ে হিংসার আগুন জ্বলছে। মোদী জানান এ সবই বিরোধীদের প্ররোচনা। দেশের এক শ্রেণীর মানুষকে এই বিষয় নিয়ে ক্রমাগত ভুল বোঝানো হচ্ছে। ১৩০ কোটি ভারতীয় দেশবাসীকে নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।