স্কুলে ছাত্রী-শিক্ষক দুজনের সংখ্যাই ১ !
কলকাতা টাইমসঃ
সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছাত্রী সংখ্যা মাত্র এক। ছাত্রীটি বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ছে। অদ্ভুত ভাবে সেই স্কুলের শিক্ষকও একজন। হরিয়ানার রেওয়ারি জেলার লক্ষ্মী গ্রামে এমনই একটি স্কুলের সন্ধান পাওয়া গেছে। স্কুলের ওই শিক্ষকের নাম দয়া কিশান। তিনি বলেন, আমি সামাজ বিজ্ঞানের শিক্ষক হলেও অন্য বিষয়ও ছাত্রীকে পড়াই। গণিত আমি না পারলেও সাধ্যমতো শেখানোর চেষ্টা করি। জানা গেছে, ছাত্রীর নাম কুসুম কুমারি। তার দাবি, স্কুলের একমাত্র ছাত্রী হলেও খারাপ লাগে না। তবে মাঝেমধ্যে বন্ধুদের সে খুব মিস করে। তিনটি ঘর রয়েছে ওই স্কুলে। তবে তিনটি কক্ষই সংগ্রহশালা হিসেবে ব্যবহার হওয়ার কারণে ছাত্রীর পাঠদান চলে বারান্দায়।
গত বছরও ওই স্কুলের ছাত্রী সংখ্যা ২৪ জন থাকলেও ২০১৮ সালে কুসুম ছাড়া অন্যরা কেউ নেই। স্কুলে কোনো গ্রূপ ডি কর্মীও নেই। তাই বাধ্য হয়ে শিক্ষক দয়া কিশান পড়ানোর পাশাপাশি স্কুল ঝাড়ু দেওয়ার কাজটাও করেন। রেওয়ারি জেলার স্কুল শিক্ষা অধিকর্তা সুরেশ গোরিয়া জানান, স্কুল সম্পর্কে আমরা জানি। ওই ছাত্রী স্কুলটিতে পড়াশোনা চালিয়ে গেলে তা বন্ধ করা হবে না।