ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত নার্স: বিতর্কে ফাইজার
কলকাতা টাইমসঃ
ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন এক নার্স। মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার ঘটনা। জানা যাচ্ছে, বর্তমানে বিশ্বের বহু চর্চিত ফাইজারের ভ্যাকসিন নেওয়ার পরই এই ঘটনা সামনে এসেছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। প্রসঙ্গত আমেরিকায় ইতিমধ্যেই ফাইজারের তৈরী এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা যাচ্ছে, ম্যাথু ডব্লিউ নামের ওই ৪৫ বয়সী সাস্থ সেবিকা গত ১৮ ডিসেম্বর ফাইজারের তৈরী ওই ভ্যাকসিন গ্রহণ করেন। ভ্যাকসিনটি নেওয়ার পর একদিন তার হাতে ব্যথা ছাড়া শরীরে অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। ম্যাথু বলেন, ক্রিস্টমাসের পর কোভিড কেয়ার ইউনিটের দায়িত্ব পালন করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ি। এরপর করোনা পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসে।