ধর্মান্তরিত হওয়া নিয়ে গুজব, বয়েই গেলো নুসরাতের
কলকাতা টাইমসঃ
মুসলিম ধর্মে দীক্ষিত হয়েও বাড়িতে তিনি মন্দির তৈরি করিয়েছেন। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।নিজেকে সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ বলে দাবিই করেন না সেইভাবে জীবনও কাটান। তবে গুঞ্জন রয়েছে, অভিনেত্রী নুসরাত জাহান নাকি ধর্মান্তরিত হয়েছেন। তিনি হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে নায়িকা বলেন, ‘আমি সেকুলার, মুসলিম হয়েও উল্টোরথের দিন জগন্নাথের রথের দড়ি প্রত্যেক বার আমিই টানি। এবার অস্ট্রেলিয়ায় থাকায় যেতে পারিনি।’
নুসরাত বলেন, ‘রথের সময়ের ওই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ গুঞ্জন ছড়িয়েছে, আমি নাকি ধর্মান্তরিত হয়েছি। আমার বাড়িতে মন্দির আছে। তার মানে তো এই নয় যে, আমি মুসলমান থেকে হিন্দু হয়ে গেছি। আমি সেকুলার। কোনো ধর্মকেই আঘাত দিতে পারব না।’
নায়িকা আরো বলে, ‘অভিনেতা-অভিনেত্রীদের জীবনে গুজব এবং বিতর্ক থাকবে এটা সাফ বুঝে গেছি। কতজন মানুষের মুখ বন্ধ করব? আমি এই ইন্ডাস্ট্রির একমাত্র শিল্পী, যে কিনা সবচেয়ে বেশি ট্রোলড হয়েছে। আগে খারাপ লাগত, এখন মানিয়ে নিয়েছি। যারা ট্রোল করে, তারা আমাকে বিচার করার কে?’
নুসরাত সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। সেখানে তিনি গিয়েছিলেন বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ ছবির শুটিং করতে। পাঁচ লড়াকু মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ক্রিসক্রস’। সেই পাঁচ মেয়ের মধ্যে নুসরাত ছাড়াও রয়েছেন মিমি চক্রবর্তী, প্রিয়াংকা সরকার, সোহিনী চক্রবর্তী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আগামী ১০ আগস্ট মুক্তি পাবে ছবিটি।