বাংলাদেশের ইনিংস ভেস্তে গেলো নুসরাতের
কলকাতা ছেড়ে এবার বাংলাদেশের দিকে নজর দিয়েছেন নুসরাত জাহান। বাংলাদেশের পরিচালক গোলাম সোহরাব দোদুলের পরিচালিত নাম ঠিক না হওয়া ছবিটিতে অভিনয়ের কথা ছিল নায়িকা নুসরাত জাহানের। বিপরীতে অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু শুরুতেই তার পরিকল্পনা ভেস্তে গেলো। তিনি ব্যাড পড়লেন ছবিটি থেকে।
গোলাম সোহরাব দোদুল বলেন, নুসরাত পরিকল্পনায় ছিল। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে ঠিক করলাম বাংলাদেশি অভিনেত্রীকে নিয়েই কাজ শুরু করবো। তবে অভিনেত্রীর কথা এখনই বলতে চাই না। আগামী মাসের মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবো।