রেকর্ড গড়তে বাধা, ফাঁপরে বেলজিয়ামের বিস্ময় বালক
কলকাতা টাইমসঃ
রেকর্ড গড়তে হলে এই ডিসেম্বরেই সেরে ফেলতে হবে স্নাতক স্তরের সমস্ত পরীক্ষা। কিন্তু নেদারল্যান্ডসের আইন্ডহোফেন ইউনিভার্সিটি অব টেকনোলজিসাফ জানিয়ে দেয়, সমস্ত পরীক্ষা শেষ করতে গেলে আরও অন্তত ৬ মাস সময় লাগবে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বেলজিয়ামের বিশ্বয় বালক লরার পরিবার। প্রসঙ্গত, মাত্র ৯ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ স্নাতক ডিগ্রিধারীর তকমা পেতে চলেছিল এই বালক।
গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লরাঁর বাবা-মাকে জানিয়ে দেয়, এতো দ্রুত পরীক্ষা শেষ করা সম্ভব নয়। যদিও এ যুক্তি মানতে নারাজ লরেন্টের বাবা-মা। তারা জানাচ্ছেন দুটি বিদেশি বিশ্ববিদ্যালয় লরার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং এখনো আমাদের হাতে যথেষ্ঠ সময় আছে।’ বর্তমানে সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রিধারী আমেরিকার মাইকেল করনি। ১৯৯৪ সালের জুনে মাত্র ১০ বছর চার মাস বয়সে স্নাতক ডিগ্রি পেয়ে গিনেস বুকে নামওঠায় সে।