বিশ্বের সেরা দূষিত ১৫ টি শহরের মধ্যে ১৪ টিই রয়েছে ভারতে ! দিল্লির মাথায় শিরোপার মুকুট
নিউজ ডেস্কঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ১০০টি দেশের চার হাজারের বেশি শহরের দূষণের একটি সমীক্ষা প্রকাশ করেছে। আজ বুধবার জেনেভায় ওই সমীক্ষার প্রতিবেদনটি প্রকাশ করেছে হু। তাতে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১৪টিই ভারতে অবস্থিত। এদিকে, আবারো দূষিত শহর হিসেবে শিরোনামে উঠে এসেছে দিল্লি।
হুঁ -এর সমীক্ষা বলছে, ভারতের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষস্থান দখল করেছে রাজধানী দিল্লি। মারাত্মক দূষণের তালিকায় ভারতের অন্য শহরগুলো হচ্ছে-কানপুর, ফরিদাবাদ, বেনারস, গয়া, পাটনা, লক্ষ্ণৌ, আগ্রা, মুজাজফরপুর, শ্রীনগর, গুরগাঁও, জয়পুর, পাতিয়ালা, যোধপুর। এরপরেই রয়েছে কুয়েতের আল সালেম এবং চীন ও মঙ্গোলিয়ার কয়েকটি শহর।
সমীক্ষা জানিয়েছে, বিশ্বে বায়ু দূষণের কারণে মারা যান ৩ কোটি ৮০ লাখ মানুষ। এর মধ্যে দক্ষিণ এশিয়াতেই মৃত্যু হয় দেড় কোটি মানুষের। বায়ু দূষণের কারণে ৯০ শতাংশ মৃত্যুই হয় কম ও মধ্যম আয়ের দেশগুলোতে।