January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

নিয়মিত জিম করেন ৯১ -এর বৃদ্ধ !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

শুকনো শরীরে একটিও দাঁত নেই। ধবধবে সাদা মাথার চুল। বয়সের ভাড়ে চামড়াও ঝুলে গিয়েছে। কিন্তু শারীরিক দক্ষতা দেখলে বয়সের আন্দাজ করা বেশ কঠিন। ৯১ বছরের বৃদ্ধ নিয়মিত শরীর চর্চা করেন।  জিমেও যান, টানা ২৪ টা পুশ-আপ দেওয়াটা তাঁর বাঁ হাতের কাজ। শরীর চর্চার টান এতোটাই যে, জিমের মধ্যেই উদযাপন করলেন নিজের ৯১ তম জন্মদিন৷ গুনে-গুনে দিয়েও ফেললেন ২৪ টি পুশ-আপ।

৯১ বছরের বৃদ্ধের এমন কর্মকাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি শেয়ার করে বৃদ্ধের ছেলে লিখেছেন, ‘’This is my Dad. It’s his birthday today and he’s 91.’’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করতে না করতেই ১ লাখ ৭৪ হাজারের বেশি দর্শক ভিডিওটি দেখে ফেলেছেন।

 

Related Posts

Leave a Reply