November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বছরের প্রথম দিন বিশ্বজুড়ে জন্ম নিলো পৌনে ৪ লক্ষ শিশু: শুধু ভারতেই ৬০ হাজার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তুন বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে জন্ম নিলো ৩,৭১,৫০৪ শিশু। এবং শুধু এই বছরেই প্রায় ১৪ কোটি নবজাতকের জন্ম নেওয়ার কথা এই ধরাধামে। তেমনটাই জানাচ্ছে ইউনিসেফ। জানা যাচ্ছে এই নবজাতকদের গড় আয়ু হওয়ার কথা প্রায় ৮৪ বছর।

বিশ্বজুড়ে গতকাল মোট যত শিশু জন্ম নিয়েছে, সেই তালিকায় শীর্ষে রয়েছে ভারত। জানা যাচ্ছে, ২০২১ -এর প্রথম দিন ৫৯,৯৯৫ জন নবজাতকের জন্ম নেওয়ার কথা ভারতে। পরবর্তী প্রথম দশে যথাক্রমে রয়েছে, চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), আমেরিকা (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।

Related Posts

Leave a Reply