একটি বাইকে সওয়ার ৭ জন !
কলকাতা টাইমসঃ
একটি বাইকে একইসঙ্গে সাতজন! না কোনো স্টান্টবাজি নয়। বাস্তবেই ঘটেছে এই ঘটনা। সঙ্গে আবার রয়েছে দুটি পোষ্যও, এও কী সম্ভব? সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।দেখা যাচ্ছে, এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। গাড়ির সামনে বসে রয়েছে দুজন শিশু। পিছনে আরও তিন সন্তান। চালকের কোমর জড়িয়ে বসে রয়েছেন স্ত্রী।
বাইকের সাইডে বাধা একটি সারমেয়। ইতিমধ্যেই প্রায় কুড়ি হাজার ভিউ হয়েছে ভিডিওটি। এতজন মাত্র একটি বাইকে চড়ার পর কারোর কোনো অসুবিধে হচ্ছে বলে মনে হচ্ছে না।
ভিডিওটি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন-