এক থোকা আঙ্গুরের দাম ৯ লাখ !
কলকাতা টাইমস :
এক থোকা আঙ্গুরের দাম যদি ৯ লাখ টাকা হয় তবে তো মাথা ঘুরে যাওয়ার মতই বিষয়। শুনতে অদ্ভূত লাগলেও জাপানে এই বিশেষ প্রজাতির আঙ্গুর বিক্রি হচ্ছে ১১,০০০ ডলারে যার ভারতীয় টাকায় দাম হয় প্রায় ৯ লাখ টাকা।
জানা গেছে, সেই বিশেষ প্রজাতির আঙ্গুরের সাইজ একটি পিংপং বলের মত বড়! খেতেও নাকি বেজায় মিষ্টি। আঙ্গুরের এই প্রজাতির নাম হলো ‘রুবি রোমান।’ জানা গেছে একটি থোকায় ৩০ টির মত রুবি রোমান আঙ্গুর থাকে। এই আঙ্গুর পরিবেশন করা জাপানে সামাজিক মর্যাদা হিসেবে দেখা হয়।
রুবি রোমান এর মিষ্টত্ব, তাজা এবং দারুণ ফ্লেভারের জন্য বিখ্যাত। এর স্বাস্থ্যগুণও কম নয়। এটি মেদ কমায় এবং চোখের জন্য দারুণ উপকারী। কিন্তু এত দাম দিয়ে এটা খাবে কে? রুবি রোমান তাই শুধুমাত্র সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষের খাদ্যতালিকাতেই স্থান নিয়েছে।