একটা মাত্র বার্গারের দাম ৭০ হাজার টাকা!
কলকাতা টাইমসঃ
একটা মাত্র বার্গারের দাম প্রায় ৭০ হাজার টাকা! এক হাজার টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটা সত্য। জাপানের একটি বিশেষ বার্গারের দাম ৭০ হাজার টাকা। বার্গারটি পাওয়া যায় টোকিয়োর গ্র্যান্ড হায়াতের দ্য ওক ডোর স্টেকহাউজে। বার্গারের আবিষ্কর্তা মার্কিন শেফ প্যাটরিক শিমাদার।
বানের ভেতরে দেওয়া হয় সোনা। ১ কেজি ওয়াগয়ু বিফ প্যাটির সঙ্গে জাপানি চিজ ও ফোয়ে পাতা দেওয়া হয় এর মধ্যে। একটি শ্যাম্পেনের বোতলের সঙ্গে এটিকে সার্ভ করা হয়। একটি চপিং বোর্ড যত বড় হয়, বার্গারের সাইজটি সেরকম। সঙ্গে থাকে ট্রাফেলস। এটিই বিশ্বের সবচেয়ে দামি খাবারগুলির মধ্যে একটি।