এক শিশু আতঙ্কে চিৎকার করে কাঁদছে, এই ছবিই এবার বিশ্বসেরা
কলকাতা টাইমসঃ
সীমান্তে মার্কিন সেনার হাতে ধরা পরে যাওয়া এক শিশু আতঙ্কে চিৎকার করে কাঁদছে। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা এই ছবিটিই জিতে নিলো এবারের ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার। জানা গেছে, মা সান্দ্রা সানচেজ এবং তার মেয়ে ইয়েনেলা অবৈধভাবে মেক্সিকো সীমান্ত অতিক্রম করে। ধরা পরে আতঙ্কে কাঁদতে থাকে শিশুটি। গেটি ইমেজেসের জন মুর সেই ছবিটি তোলেন।
জানা যায়, গত বছর ১২ জুন রিও গ্র্যান্ড উপত্যকায় রাতে মুরে মার্কিন সীমান্তরক্ষীদের ছবি তুলছিলেন। সেখানেই সীমান্ত অতিক্রম করতে গিয়ে ধরা পরে কিছু মানুষ। মুর বলেন, “আমি ওদের চোখে ভয় দেখতে পাচ্ছিলাম।” বিশ্বজুড়ে ৪,৭৩৮ জন ফটোগ্রাফারের তোলা ৭৮,৮০১টি ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হয় এই ছবিটি।