পেট্রোলের থেকে ৪০ গুন দামি এক কাপ কফিও
কলকাতা টাইমস :
ভেনিজুয়েলা যে বিশ্বের সবচেয়ে সস্তা দরে তেল বিক্রি করে তা বোধহয় আমরা সকলেই জানি । এই দেশে প্রতি লিটার পেট্রোল ভারতীয় টাকায় এক টাকা ৪০ পয়সা দর। যে টাকায় আমাদের দেশে এক কাপ চা’ও পাওয়া যায় না। আরো আশ্চর্য হবেন জেনে যে যদি ভেনিজুয়েলার মূল্যেও তেলের দাম ধরা যায় তাহলে এখানে এক কাপ কফির দাম এক লিটার পেট্রোলের প্রায় ৪০ গুন্। কারণ এখানে এক কাপ কফির দাম ৪৫ টাকা। অর্থাৎ এক কাপ কফির মূল্যে পেয়ে যাবেন ৯ হাজার কাপ পেট্রল। আর পেট্রোল সস্তা হওয়ার পেছনের কারণ হলো সরকারের ভর্তুকি।
যদিও বর্তমানে দেশটিতে মূল্যস্ফিতি বেড়ে গেছে মারাত্মকভাবে। সে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম অবস্থা পার করছে। ফলে তেলের দাম বৃদ্ধি করে সেই অর্থনৈতিক খোঁড়া পেরোনোর পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। তবে দেশটি এতো সস্তা দরে আর তেল বিক্রি করবে না।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ব্যাপারে বলেছেন, তার সরকার তেলে ভর্তুকি দেওয়া বন্ধ করে দেবে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তেলের পাচার রোধ করতে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরো বলেন, দেশের মধ্যে অবশ্যই আন্তর্জাতিক মূল্যে পেট্রোল বিক্রি করতে হবে। তেল পাচার রোধ করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া দরকার।