এক হাতে ১৫টা কাঁচি একসঙ্গে চালাতে ওস্তাদ!
কলকাতা টাইমস :
সাদিক আলি, পাকিস্তানের লাহোরের এক সেলুনের মালিক। এক হাতে ১৫টা কাঁচি এক সঙ্গে চালাতে ওস্তাদ তিনি। চুল কাটার স্টাইলের ক্ষেত্রে সাদিকের জুরি মেলা ভার। অত্যন্ত দক্ষতায় এক সঙ্গে ১৫টা কাঁচি হাতে ধরে চুল কাটতে পারেন তিনি।
সবাই চান একবার না একবার তার ১৫ কাঁচির অভিজ্ঞতার শরিক হতে। তবে, সাদিকের সেলুনের খরচের ধরনটা একটু আলাদা। সময় অনুযায়ী টাকা নেওয়া হয় এখানে। বিশ মিনিট চুল কাটার খরচ একশো টাকা। খরচ যাই হোক, সাদিকের খদ্দেরের তালিকা বেশ চমকপ্রদ। দেশটির ক্রিকেট দলের তারকারা সাদিকের খুব ভক্ত।
‘দ্য ডেইলি মেইল’কে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক জানান, জনৈক চীনা নাপিত জেডং ওয়াংয়ের কথা। যিনি ২০০৭ সালে এক হাতে ১০টা কাঁচি নিয়ে চুল কেটে রেকর্ড করেছিলেন।
সাদিকের কথায়, ইচ্ছা আছে এক সঙ্গে ১৬টা কাঁচি নিয়ে চুল কাটার। সেই চেষ্টাই করছি। আর তা হলেই গিনেস বুকে নাম তুলবেন তিনি! পাশাপাশি, নিজের কাজের ক্ষেত্রেও অত্যন্ত সচেতন সাদিক। আর তাই দিনে বিশ জনের বেশি কারও চুল কাটেন না তিনি।
বলে রাখা ভালো-উমর আকমল, সোহেল তনভির, ইনজামাম উল হক, এমনকী পাক কোচ মিকি আর্থারের মতো ক্রিকেট তারকারা নিয়মিত যাতায়াত করেন এই সেলুনে।