একের পর এক সাংবাদিক গ্রেফতার আফগানিস্তানে

কলকাতা টাইমসঃ
আফগানিস্তানে সরকার গঠনের কোয়েল ঘন্টার মধ্যেই একের পর এক সাংবাদিকদের গ্রেফতার করে তালেবান প্রশাসন। জানা যাচ্ছে, কাবুলের দৈনিক পত্রিকা ইটিলাট্রোজের পাঁচ সাংবাদিককে গ্রেফতার করেছে তালেবান। বুধবার এই খবর জানিয়েছেন পত্রিকার সম্পাদক জাকি দরিয়াবি।
গতকাল মঙ্গলবার দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানে সরকার গঠন করেছে তালেবান। প্রায় একই সময় কাবুলের রাস্তায় পাকিস্তান বিরোধী বিক্ষোভ দেখতে দেখা যায় রাজধানীর নাগরিকদের। যার নেতৃত্ব দেন সেখানকার মহিলারা। সেই খবর করতে এসে বহু সাংবাদিকদের আটক করে তালেবান নিরাপত্তা রক্ষীরা। সেদেশের সংবাদমাধ্যম টলো নিউজের সম্পাদকের অনুরোধের ভিত্তিতে বেশিরভাগ সাংবাদিকদেরই গতকাল রাতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, এই প্রক্রিয়া যে নিয়মিত চলবে তা পক্ষান্তরে আজ বুঝিয়ে দেয় তালিবান প্রশাসন।