একটি মাত্র লাড্ডু, দাম ১৭ লাখ ৬০ হাজার টাকা!
কলকাতা টাইমসঃ
একটি মাত্র লাড্ডু, দাম ১৭ লাখ ৬০ হাজার টাকা! অবাক হবেন না, পড়তে থাকুন। লাড্ডুর ওজন ২১ কেজি। হায়দ্রাবাদের বালাপুরের একটি গণেশ পুজো উপলক্ষে তৈরী করা হয় এই বিশালাকার লাড্ডু। বিসর্জনের পর তা নিলামে তোলা হয়। সেখানেই এবার ঠিক এই দামেই বিকোলো সেই লাড্ডু। লাড্ডুটি কিনে নেন কোলানু রাম রেড্ডি নামে স্থানীয় এক ব্যবসায়ী।
সোনার রাংতায় মোড়া থাকে এই লাড্ডু। বিশাল এই প্রসাদ ঠাকুরের সামনে প্রদান করা হয় রুপোর থালায়। গণেশের বিসর্জনযাত্রায় ওই লাড্ডু মাথায় নিয়ে বাড়ি ফেরেন ব্যবসায়ী রেড্ডি। জানা গেছে, শুধু এই লাড্ডুই নয় এর আগেও দু’বার নিলামে গণেশের এই মহাপ্রসাদ কিনে নেন কোলানু রাম রেড্ডি।গতবছরের লাড্ডু কিনতে তার খরচ হয়েছিল ১৬ লক্ষ ৬০ হাজার টাকা। ১৯৯৪ সাল থেকে বালাপুরে লাড্ডু নিলামে তোলার প্রক্রিয়া চলে আসছে। বিষয়টি এখন সেখানকার ধর্মীয় রীতি।