February 22, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ভাবতে পারেন, এক চিঠির দাম ৬ কোটি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

দাম শুনলে চমকে যাবেন। কিন্তু কোনো পণ্য নয়, স্রেফ একখানা চিঠি। চিঠিটি নিলামে ৯ লাখ ১৮ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা ভারতীয় টাকায় দাঁড়ায় প্রায় ৬ কোটি । চিঠিটি চীনা কম্যুনিস্ট পার্টির নেতা মাও দে জংয়ের লেখা। লন্ডনে নিলামে উঠা ওই চিঠিটি বিক্রি হয়েছে। এক চীনা সংগ্রহকারী চিঠিটি কিনেছেন। মাও ১৯৩৭ সালে ব্রিটেনের লেবার পার্টির নেতা ক্লেমেন্ট অ্যাটলিকে চিঠিটি লিখেছিলেন। চিঠিতে চীনে জাপানের আগ্রাসন ঠেকাতে তিনি ব্রিটেনের বাস্তবসম্মত সহযোগিতা চেয়েছিলেন।

বিখ্যাত নিলাম হাউজ সাদাবি সূত্র জানিয়েছে, ঐতিহাসিক বিরল চিঠিটিতে মাও দে জংয়ের স্বাক্ষর রয়েছে। নিলাম হাউজটির ধারনা ছিল, চিঠিটির দাম উঠবে বড়জোর এক থেকে দেড় লাখ পাউন্ড। কিন্তু তাদের ধারণার চেয়ে বিক্রি হয়েছে পাঁচগুণ বেশি দামে। চিঠিতে যা লিখেছিলেন মাও ব্রিটেনের তৎকালীন বিরোধী নেতাকে লেখা মাও দে জংয়ের চিঠিটি ছিল ইংরেজিতে টাইপ করা। চিঠির নিচে তার স্বাক্ষর ছিল। চিঠিটির একটি লাইন ছিল এরকম- ‘আমরা বিশ্বাস করি, ব্রিটিশ নাগরিকরা যখন জানবে জাপানিরা কীভাবে চীনে আগ্রাসন চালাচ্ছে, তারা চীনা নাগরিককে সাহায্য করবে …ব্রিটিশ নাগরিক নিশ্চয় তাদের সরকারকে এমন নীতি গ্রহণে চাপ দেবে, যাতে বিপদের মোকাবেলা করা যায়। এই বিপদ আমাদের মত ব্রিটেনকেও হুমকিতে ফেলতে পারে। চীনের উত্তর-পশ্চিমের ইয়ানান থেকে চিঠিটি লিখেছিলেন মাও জে দং। জাপানি আগ্রাসনের পর চীনা কম্যুনিস্ট পার্টি এখানে তাদের সদর দফতর স্থাপন করেছিল। অ্যাটলিকে লেখা মাও দে জংয়ের চিঠিটি তখন নিয়ে এসেছিলেন জেমস বারট্রাম নামে এক ব্রিটিশ সাংবাদিক। মাও দে জংয়ের স্বাক্ষর করা এটি দ্বিতীয় কোনো নথি, যা আন্তর্জাতিক নিলামে বিক্রি হলো চড়া দামে।

Related Posts

Leave a Reply