January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বিশ্বের সবথেকে কৃপণ মহিলা আসলে ঠিক এতটাই কৃপণ যে …

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

বিশ্বের সবচেয়ে কৃপণ মহিলার খেতাব পেয়েছিলেন এক মাকিনী! তার নাম হেট্টি গ্রিন, নিউইয়র্ক শহরের বাসিন্দা ওই মহিলা বিপুল সম্পদশালী হয়েও সর্বকালের সেরা কৃপণ হিসেবে খ্যাত। তিনি একজন ব্যবসায়ীও ছিলেন। রিয়েল স্টেট ব্যবসাই ছিল তার ধ্যান-জ্ঞান।।

তবে তিনি এতোটাই কৃপণ ছিলেন যে একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনও পরিবর্তন করতেন না। জল বেশি খরচ হবে বলে হাত ধোয়া হত না বললেই চলে, গাড়িও চড়তেন একটি অতি পুরনো। প্রচন্ড শীতেও গরম জল ব্যবহার করতেন না তিনি। খেতেন মাত্র ১৫ সেন্ট ব্যয় করে এক ধরনের ঠাণ্ডা পুডিং। এমনও শোনা গেছে যে সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত তখন শুধু ময়লা অংশটুকু ধুয়ে নিতেন।

১৮৩৫ সালে জন্ম নেওয়া এই মহিলার মৃত্যু হয় ১৯১৬ সালে। মৃত্যুর সময় তার ব্যাংকে ৯৫ মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাবে প্রায় ৭৫ কোটি টাকা ছিল।

Related Posts

Leave a Reply