গাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে মৃত সাংবাদিক
নিউজ ডেস্কঃ
প্যালেস্তাইনের গাজায় বিক্ষোভ চলাকালীন ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম ইয়াসির মুরতাজা। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত শুক্রবার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলাকালিন সাংবাদিক ইয়াসির গুলিবিদ্ধ হন। তিনি গাজাভিত্তিক আইন মিডিয়া এজেন্সির ফটোগ্রাফার।
ঘটনার পর ইয়াসিরের রক্তাক্ত দেহের একটি ছবি তুলে রাখেন এএফপির একজন সাংবাদিক। সেই সময় তার বুকে প্রেস লেখা বিশেষ পোশাক পরা অবস্থায় দেখা যায়। স্থানীয় চিৎসাকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।