৮৬ ফুট লম্বা বাইক তৈরী করে গিনেস বুকে নাম তুলে ফেললেন এক ব্যক্তি !
কলকাতা টাইমসঃ
৮৬ ফুট লম্বা বাইক তৈরী করে গিনেস বুকে নাম তুলে ফেললেন এক ব্যক্তি। বাইকটির মালিক গুজরাটের বাসিন্দা ভরত সিং নামে এক ব্যক্তি। আপাতত এটিই বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বাইকটিকে পরবর্তীকালে ১০০ ফুট লম্বা করার পরিকল্পনা রয়েছে ভরতের। জানা যাচ্ছে, মূলত ১২৫ সিসি বাজাজ ডিসকভারের সাধারণ বাইকটিকে ‘চেন ড্রাইভ’ মেকানিজমের মাধ্যমে ৮৬ ফুট লম্বা করেন ভরত।