১০ কোটি টাকায় বিক্রি হলো একটি পায়রা!
কলকাতা টাইমসঃ
প্রায় ১০ কোটি টাকায় বিক্রি হলো একটি পায়রা! অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে একটি অনলাইন নিলামে। চীনের এক নাগরিক প্রায় ১৪ লাখ মার্কিন ডলার খরচ করে পায়রাটিকে কিনে নেন। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ১০ কোটি টাকা। এটি বেলজিয়ামের এক বিরল প্রজাতির পায়রা। মহামূল্য এই পায়রাটির নাম আর্মান্দো। এটি ‘রেসিং হোমার’ প্রজাতীর। এরা অসাধারণ দক্ষতায় দিক নির্ণয় করতে পারে।
তীক্ষ্ণ দৃষ্টি, নিখুঁত অনুমান ক্ষমতার জন্য ২৫০-৩০০ বছর ধরে ‘রেসিং হোমার’ প্রজাতীর পায়রার কদর বিশ্বজুড়ে। এই ধরণের পায়রা পোষায় বেলজিয়াম অন্যতম হলেও এর আকাশ ছোঁয়া দাম দিতে প্রস্তুত থাকে চীন। চীনে প্রায় সকল শ্রেণির মানুষের মধ্যেই পায়রা পোষার চল রয়েছে। এমনকি সেখানে পায়রা ওড়ানোর বিশাল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।