এক রেজারে শেভ করা যাবে ৫ বছর
লেজার রেজারটি তৈরি করেছে ‘স্ক্যার্প’ নামের একটি প্রতিষ্ঠান। এটির নাম ‘স্ক্যার্প লেজার রেজর’। বর্তমানে লেজারটি প্রোটোটাইপ পর্যায়ের রয়েছে। এটি হাতল তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে।এই লেজার রেজরটি একটানা ৫০ হাজার ঘণ্টা সচল থাকবে। অথাৎ প্রায় ২ হাজার ৮৩ দিন কিংবা সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে একটানা শেভ করা যাবে এটি দিয়ে। লেজার রেজারটিতে পানি লাগলেও কোনো সমস্যা নেই। যেকোনো পরিবেশে এটি মানানসই। প্রতিষ্ঠানটি জানিয়েছে এই রেজারটির মূল্য পড়বে ১৫৯ ডলার। ভারতীয় তাকে প্রায় ১২ হাজার।