আমেরিকা জুড়ে পেঁয়াজ আতঙ্ক: নেপথ্যে সালমোনেলা নামক এক ব্যাকটেরিয়া
কলকাতা টাইমসঃ
আমেরিকা জুড়ে পেঁয়াজ নিয়ে তৈরী হয়েছে আতঙ্ক। নেপথ্যে সালমোনেলা নামক এক ব্যাকটেরিয়ার হামলা। পরিস্থিতি সামাল দিতে বাড়িতে থাকা পেঁয়াজ ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। মোট ৩৭ টি রাজ্যে এই নির্দেশ জারি করা হয়েছে। এই পিয়াজের কারণে এখনো পর্যন্ত ৬৫২ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।
জানা গেছে, মেক্সিকোর চিহুয়াহুয়া থেকে আমদানি করা হয়েছিলো এই পিঁয়াজগুলো। আর এগুলি সরবরাহ করেছে প্রোসোর্স ইনকরপোরেশন নামে এক সংস্থা। আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক টুইট বার্তায় জানিয়েছে, পিঁয়াজ ফেলে দিন। মেক্সিকো থেকে আমদানি করা লাল, সাদা এবং হলুদ পেঁয়াজ খেতে এবং বিক্রি করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।